কবিতা তুমি কোথায় – Delhi Poetry Slam

কবিতা তুমি কোথায়

By Uttaran Banerjee

কবিতা তুমি কোথায়? 
নাড়ির অভ্যন্তরে,মস্তিষ্কের অন্বেষণে নির্গত? 
নাকি বাস্তবিকতার মায়াজাল ভেদ করতে গিয়ে 
স্ট্রাগেলের ঠেলায় সৃষ্ট হৃদয়ের দোদুল্যমানতায় 
 আবিষ্কৃত কোন সন্তানতুল্য মানবিকতা?
 বা কোন প্রেমিকা সমান?
 তুমি কোথায় সৃষ্ট আর কোথায় খুঁজি 
 কোথায় তোমার শুরু,কোথায় শেষ 
 ছুটির দিনে, কর্মব্যস্ততায়, কাজে ফাঁকির মাঝে,
 চলমানতায়, শিষ্টাচারে,
 ইড়া, পিঙ্গলা,সুষুম্নার ঘেরাজালে
 না ধরা বেদনায়, না বোঝা অভিমানে 
 কোথায় তুমি?
 জানি তুমি ধরা দাও না, ধরা বড় কষ্টের 
 মায়াবী,মহীয়সী, স্ত্রী লিঙ্গবত মারীচের তুল্য
 রূপ অধিকারী প্রেয়সী, রামায়ণের লিঙ্গভেদ
 হঠাৎ মুহূর্তের মাকড়সার জাল মুখের 
উপর পড়ে থাকার অনুভূতি 
 হঠাৎ ধক্ ধক্ করে ওঠা বুকের ধুকপুকুনি
 বা চাপা ব্যথা  
 কখনো অনাবিলভাবে তোমাকে না পাওয়ার
 কামনায় সময় না কাটায়
 সেকেন্ড সেকেন্ডকে বৎসরের মত মনে হওয়া।
 তাই ধরা দাও কবিতা 
 মহিমায় আপ্লুত ভাষাস্রষ্টার উপাসনায় রত 
  দস্যুবৎ মানব আমি 
 প্রচেষ্টায় রত কেবল ধরা নেবার অপেক্ষায় 
 কেবল প্রতীক্ষায়
 তোমার মানসস্বরূপের কল্পনায় 
 ছবির পর ছবি এঁকে যাওয়া শিল্পীর বুকের 
 অভ্যন্তরের জ্বালা।।
 কবিতা তোমার জন্য সব অন্ধকার
 আলোর আশায় উদ্ভাসিত হবার প্রেরণায় 
 একশো মিটার দৌড়ের ট্রাকে উদ্বিগ্নভাবে তৈরি।।
 কবিতা তোমার নবরূপের পুরানো সব
 অস্তিত্বকে পিছে ফেলে ধরা দাও। 
 কবিতা তুমি তাই শুধু কবিতা নও
 কবিতার আবাহনে কবিতায় স্নাত কবিতার নবরূপ 
 গঙ্গাজলে গঙ্গাপূজার মত কবিতায় সৃষ্ট কবিতা।
 কবিতা তাই ধরা দাও তুমি অপেক্ষারত 
 কবির মনের আঙ্গিকের লেখনীর মনোবীনায় 
 সরস্বতীর উপাসনায় কাব্যিকতা।।


Leave a comment