নবজন্মের নীল পারিজাত – Delhi Poetry Slam

নবজন্মের নীল পারিজাত

By Utso Bhattacharyya

নীল ছুঁয়ে আসে সমুদ্রের ফেনা,  

আফ্রোদিতির জন্ম ঠিক তেমনই - 

গভীর, শান্ত, তবু ভেতরে আগুনের সুর।  

 

নীল আকাশে আলোকবর্ষের পথ হারায়,  

মহাজাগতিক নক্ষত্রেরা টানে,  

কালপুরুষের সঙ্গতে উল্কারা খেলে অন্ধকারে।  

 

তোমার চোখে সেই নীলের ছায়া,  

যেখানে বিষাদের সুর, বিরহের স্পর্শ।  

প্রেম আসে, সাগরের ঢেউয়ে হয় দেখা,  

ফিরে চলে যায়, ফেনার মতো বিলীন।  

 

পারিজাতের সুরভি ভাসে বাতাসে,  

বিরহের শূন্যতায় আমি তবু একা।  

ছায়াপথে আলো খুঁজতে গিয়ে  

হারিয়ে যাই তোমার নীল ছোঁয়ায়।  

 

তুমি আর আমি, নীলের মাঝে ভাসি,  

প্রেম আর বিরহ মেশে অনায়াসে,  

কালপুরুষের ছায়ায় ওরা ডুবে যায় অল্প।  

 

সন্ধ্যা আকাশে এক নক্ষত্র জ্বলে,  

তোমার নামে, একা, আশার আলো।  

নীল ফেনায় জন্ম নেয় প্রেম-বিরহের গল্প।  

 

একতারা বেজে ওঠে মাধুকরীর ঘ্রাণে,  

মোহন ধ্বনি ছুঁয়ে যায় ময়ূরপুচ্ছের ডানায়।  

জীবনের এই যাত্রায় বেজে ওঠে বেহাগ,  

ভৈরবীর সুরে মিশে থাকে বেদনার রাগ।  

 

প্রাণ জুড়ায় কি, নাকি ফুরায় না জীবন যাতনা? 
 
ঝরা পাতার মতো ঝরে যায় ক্ষণিক সুখের ছন্দ।  

অকাল বসন্ত আসে বিরহের আগুনে,  

জন্মান্তরের স্বপ্ন আঁকে এক নতুন দিন।  

 

মাধুকরীর ডানায় বাসা বাঁধে আশা,  

একতারার তারে বাঁধা প্রেমের আকাঙ্ক্ষা।  

ময়ূরপুচ্ছের রঙে ঢেকে যায় বিষাদের ছায়া, 
 
ভৈরবীর মৃদু সুরে জাগে নীরবতা।  

 

বেহাগের সুরে হৃদয় খুঁজে পায় পথ,  

অকালে ফোটে ফুল, জীবন জুড়ে হয় উৎসব।  

প্রেমের মোহন ধ্বনি ছড়ায় আকাশে,  

অতীতের বেদনা মিশে যায় নিঃশ্বাসে।  

 

যা ঝরে পড়ে---তা হারায় না,  

জন্মান্তরের প্রতীক্ষায় থাকে প্রতিটি প্রহর।  

অকাল বসন্তে ফুটে ওঠে নতুন জীবনের গান, 
 
জীবন-যাত্রার মাঝে খুঁজে পাই মোক্ষের সুধা।


2 comments

  • মন ছুঁয়ে যাওয়া লেখা 💛🌻

    জন্মান্তরের প্রতীক্ষায় থাকা প্রহর গুলো মুক্ত হোক💙

    Moumita Sarkar
  • মন ছুঁয়ে যাওয়া লেখা 💛🌻

    জন্মান্তরের প্রতীক্ষায় থাকা প্রহর গুলো মুক্ত হোক💙

    Moumita Sarkar

Leave a comment