ইচ্ছে – Delhi Poetry Slam

ইচ্ছে

By Utpal Chandra Das

পঞ্চম শ্রেণির প্রাজ্ঞ 
বড় হয়ে হতে চায় পাইলট,
ষষ্ঠ শ্রেণির সায়নী
ক্যামেরাতে ধরা দেয় চটপট ;
ওরা,জমে থাকা স্বপ্নগুলো নিয়ে
শিকারী পাখির মতো উড়তে চায়,
উন্নতির শীর্ষে নিজেকে দেখতে
নতুন কিছু সৃষ্টির খেয়া বায় ;
সবাই যে সান্তাক্লজের কাছে
যা খুশি উপহার চেয়ে নিচ্ছে,
অনাথ যে দাবি করে, মা বাবাকে ;
শুধুই ফিরে পাওয়ার ইচ্ছে।


Leave a comment