By Suparna Paul Banik
কোনোদিন ভাবি নি...
তুমি আসার পর পাল্টে যাবে এ জীবন,
এই ভাবে অমূর্তকে দেখব চোখে
সামনে বসে আনন্দে ঝড়াব অশ্রু ধারা।।
এ যেন উজান বুকে চিলতে রোদের আঁচড়
বন্দী মনের আগল খুলে ভেসে যায় নোঙর,
বেজে ওঠে সৌভাগ্য জীবনের জলতরঙ্গ
উথাল পাথাল মনের আরশি জুড়ে থাকে কদমের সরস রূপ...
মন যেনো দখিনা হাওয়া।।
আমি বুঝি না
আমি বিস্ময়ে দেখি আর দেখি,
কোথা থেকে জ্বলে গেলো শত সহস্র ভালবাসার প্রদীপ,
দেখি সুরে ভরা আকাশ–
নৃত্য রত প্রকৃতি,
হৃদয়ের শাখায় শাখায় সজ্জিত ফুলের বিন্যাস,
নক্ষত্র খচিত রাত ঝলমল ক’রে
প্রতিবিম্ব গড়ে আমার জীবন।।
আমি বুঝি না
আমি বিস্ময়ে দেখি আর দেখি,
কোথা থেকে জ্বলে গেলো শত সহস্র ভালবাসার প্রদীপ,
তোমার রোদ্দুর হাতের ছোঁয়ায় রোদেলা হয়েছে সর্ষক্ষেত
অক্ষর সব সুর হয়েছে বুকের মাঝে এসে।
পলাশ রঙ বিধৃত হয়েছে ভালোবাসার আগুনে,
আমি বিস্ময়ে দেখি আর দেখি,
কোথা থেকে জ্বলে গেলো শত সহস্র ভালবাসার প্রদীপ।।
সাত জন্মের পুণ্য যেনো মিলেছে এক জন্মে
আঙিনায় দেখি জোছনা ভরা সুখ,
অন্ধকারে প্রজ্বলিত আলো,
সরোবরে অপার মাধুর্য্য,
আমি বিস্ময়ে দেখি আর দেখি,
কোথা থেকে জ্বলে গেলো শত সহস্র ভালবাসার প্রদীপ।