ইচ্ছেনদী – Delhi Poetry Slam

ইচ্ছেনদী

By Sucharita Chaudhuri

ইচ্ছেনদী দিচ্ছে পাড়ি পালতোলা নাও,
মাঝি বলে, যাত্রী! তুমি সামনে তাকাও।

আমার না'য়ে যাত্রী আমি, আমিই মাঝি,
নদীর ঢেউয়ের সমান তালে চলছি যুঝি।

ঢেউ বলে, ভয় পাচ্ছে নাকি আমায় দেখে?
হাওয়া আমায় তাড়িয়ে বেড়ায়, রুখবে টা কে?

এলোমেলো হাওয়া শোনায় অট্টহাসি —
বলে, আমায় ডাক দিয়ে যায় দূরের বাঁশি।

দূর যেখানে অনেক দূরের সঙ্গে মেশে —
আমি তো যাই সেই অজানায় ভেসে ভেসে।

জল বলে, ঢেউ উঠল কেন হাওয়া জানে,
আমি চলি সমুখ পানে স্রোতের টানে।

স্রোত বলে, ঐ নাও না হলে বইব কাকে?
দেখাই কাকে ঠিক নিশানা পথের বাঁকে?

গাঙ শোনালো বুকের গহীন অতল কথা,
গড়তে একূল, ভাঙলো ওকূল হেথা হোথা।

পালতোলা নাও ইচ্ছেনদীর কূল ছুঁয়ে যায়,
হাল ধরে ঐ মাঝি তাকায় দূর অজানায়।



Leave a comment