এই বাংলা আমি চাই নি – Delhi Poetry Slam

এই বাংলা আমি চাই নি

By Soumen Das

এই বাংলা আমি চাই নি
চেয়েছিলাম শাসনের বদল
সংস্কৃতির নয় ,চেয়েছিলাম হিংস্রতার মুক্তি।

কত গুলো মুখোশ , মুখ বদল করল
চেনা মুখগুলো অচেনা হতে লাগল,
যে আমি তোমায় আকলাম
সেই তুমি আমায় মুছে দিচ্ছ।

স্বপ্নের রং গুলো ধূসর হতে শুরু করেছে ,
দেয়ালের লিখন সাদা রঙ দিয়ে ঢেকে দিচ্ছ,
মনের আকাশে দানা বাদছে , লুকোনো কোন রং,
ভরসার তুলির খোঁজে।

আজ এসে দাঁড়িয়েছি , নিজের হাতে করে আনা
পরিবর্তনের সামনে-
তোমার অসহযোগিতা , আজ অন্যায়ে পরিণত,
তোমার অশ্রু আমার চোখ এড়ায় না,
কোন জড়তা তোমায় গ্রাস করছে।

ক্ষুদ্র যারা , দূরে যারা, দুর্বল যারা 
অহং এর আস্ফালনে সবাই আজ ঢাকা পড়েছে।
মায়ের হাতে তার সন্তান আজ অসুরক্ষিত,
কর্মক্ষেত্রে অনুজা ব্যথিত।

এই বাংলা আমি চাই নি,
আজ যে কবি চুপ
আজ যে শিক্ষক চুপ
আজ যে অভিনেতা চুপ
আজ যে ‘তুমি’ রা  চুপ -
তাদের মুখ আমি দেখতে চাই না,
তাদের মুখোশ আমি চিনি না।

আজ ঘোর বন্যায়, সবই জলতলে 
যে খরকুটো ধরব বাঁচার জন্য, তা তুমি ভাসিয়ে দিয়েছ।
কতক্ষণ সাঁতার কাটবো ? কতদিন সাঁতার কাটবো,
হাত শিথিল হয়ে এলো, একটু ডুবতেই জেগে উঠলাম,
ওই তো -
দেখতে পেলাম-
ওই তো সামনেই
কত উঁচু ডাঙা 
যার ভিত মাটি দিয়েছিল—
তোমার আমার অভয়া।


Leave a comment