By Sonali Das Bakshi
দ্রৌপদী র খোলা চুলে
লেগে থাকা অভিশাপ
লিখে দেয় রক্তক্ষ্য়ী ইতিহাস।
অতীতের ভুল থেকে
শিক্ষা নেয়নি প্রায় কেউই
আজও চলে নির্বিকার
পিশাচের উল্লাস।
ফ্রাস্টেশনে কেৎরে থাকা
মেরুদন্ড গুলো পচে গলে
নেমে গেছে বহু আগেই
তাই তো বারবার উঠে আসে
কাটোয়া, কামদুনি, দিল্লী
সংবাদ শিরোনামে।
তবুও আকাশ ছেড়ে
মহাকাশ দেখে
পাশের বাড়ির মেয়েটি
আর ধ্রুবতারা বিশ্বাসে বলে
আমাদেরও কল্পনা চাওলা ছিল
আজ সুনীতা উইলিয়ামস রা আছে।।