Soma De

সেই যে গোলাপী মেয়েটা হারিয়ে গেল,
আর ফিরে এলো না।
কারা যেন তাকে শিখিয়েছিল, "সত্যই ঈশ্বর!"
সেও তো তাই ভেবে অন্ধকারে
আলো দেখতে শিখেছিল।
তবে কি এখানে আলো নেই?
সদ্য যৌবনবতী জারুল গাছটায়
প্রলম্বিত হয়েছে গাঢ় বিষাদ।
তার দীর্ঘ বেগুনী ছায়ায় ঝরে পড়ছে
বিমূর্ত কালো রক্তের ফোঁটা!
তবে কি এখানে বাতাসের হাসি নেই?
যাদের বাগান করার কথা ছিল
তাদের অনেকেই আজ মেঘপিওনের
হাত ধরে হারিয়ে গেছে দিকচক্রবালে।
বেঁচে থাকে সস্তা জীবন।
চারমাথার মোড়ে অন্ধবালকের হাতেও
আজকাল উঁকি দেয় চকচকে ফলা!
ক্ষমতারও যে 'ক্ষমতা' আছে
সেকথা বোঝে মনের চোখ।
আর এসবের মধ্যেই একমনে
ছবি এঁকে চলেন রুদ্র মহারাজ।
আজকাল ছবিতে এত প্রলয় আঁকছেন কেন তিনি?
সৃষ্টি, স্থিতি স্তব্ধ করে তবে কি লয় আসন্ন ?
মাটির গভীর থেকে উঠে আসছে
এক রিনরিনে সুর,
ফোঁপানো আকুতি আর সজলচোখ
খুঁজে বেড়ায়'সত্যিকারের মানুষ।'
কাঁপানো বাতাস আর আগুনজ্বলা ছন্দ
জানান দেয়
পৃথিবীর অভিশাপ ছড়িয়ে পড়ছে দ্রুত!
এক আকাশ স্বপ্ন মেখে ,
সত্যিই কি হারিয়ে গেছে সেই গোলাপী মেয়ে?
নাকি ক্ষমতার রক্তাক্ত ইতিহাসে
সে আজ শুধুই ছবি?
ফুলের বদলে ছোরায় শান দেওয়া হাত
কফিনে ছুঁড়ে দেয় মাটি।
আজ সে তার মাকে হত্যা করেছে।
এখানে কোনো 'মানুষ' নেই।