সুতো কাটা ঘুড়ি – Delhi Poetry Slam

সুতো কাটা ঘুড়ি

By Srikumar Dutta

যদি টুকরো টুকরো করে ভেঙে দেখতে আমায়
পেয়ে যেতে কত আশার নুড়ি পাথর,
জমিয়ে রেখেছিলাম তাজমহল বানাবো বলে।
পূর্ণিমা থেকে ধার চেয়েছিলাম একটু জ্যোৎস্না,
পাল তুলে দিয়েছিলাম নৌকোয় গোলাপের খোঁজে—
মিথ্যের মরীচিকা ভরা শুষ্ক, উত্তপ্ত মরুভূমিতে।

কিন্তু ভাঙলে তুমি স্বপ্ন আমার যত্ন করে,
আমার অলক্ষ্যে, আমার অজান্তে, চুপিসারে।
সুতো কাটা ঘুড়ি আমি খুঁজে বেড়াই কোনো মগডাল,
জিরোবো খানিক, ঝড়ো হাওয়ায় বিধ্বস্ত হবার আগে।
ফিরবো না তো আর কখনো তোমার আকাশে—
ডানা মেলেছো যেথা সুখের অন্বেষণে।

লুকোনো মুহূর্তগুলি যদি কখনো মনে পড়ে যায়,
চাপা দিও বালিশে ঘুম ভাঙানো দুঃস্বপ্নের মতো।


Leave a comment