ঈশ্বর মানবী মা – Delhi Poetry Slam

ঈশ্বর মানবী মা

By Sanchari Banerjee

মায়েরা কি সত্যি মানুষ? 
না তাঁদের সৃষ্টি হয়েছে শুধু,
সন্তানের জন্য  এক আকাশ ভালোবাসা, 
এক বুক অপার স্নেহ দিয়ে নিজের সমস্ত কিছুকে 
উজাড় করে দেবে বলে?

নিজেকে ভুলে, নিজের সমস্ত শখ আল্হাদ ভুলে 
এমনকি নিজের বহুদিনের লালিত স্বপ্নকে,
এক নিমেষে ভুলে যাঁরা শুধু সন্তানের,
হাত ধরে সারাজীবন পার করে
দেয় তাঁরা কি শুধুই মানুষ?

এই যে আমার  মা সততার প্রতিমূর্তি 
 আমি অভুক্ত থাকলে যাঁর খিদে মরে যায়।
আমার দুঃখ দেখলে যাঁর,
দুঃখে হৃদয় ভেঙে দু টুকরো হয়ে যায়।
মায়ের জীবনের সবচেয়ে বিশেষ দিন 
যেদিন নাকি আমি জন্মেছিলাম।
মা বলেন,তোর জন্মের দিন আমিও 
নতুন করে মা হয়ে জন্মেছিলাম।
এমন অপার স্নেহ, এমন খাঁটি ভালোবাসা 
যাঁদের অন্তরে সদাই বিরাজমান তাঁরা কি শুধুই মানুষ?

মাগো তোমাকে কখনও বলা হয়নি 
তোমাকে ভালোবাসি মা।তোমাকে যতটা,
ভালোবাসি ততটা কখনও বলে উঠতে পারিনি।
তোমার স্নেহছায়ায় সবথেকে বেশি,
নিরাপদ মনে করি নিজেকে।
তোমার স্পর্শে যে স্নেহ পাই সেই,
স্নেহ আর কারোর স্পর্শে খুঁজে পাইনা।
সারা দুনিয়া জানে তুমি আমার মা,
কিন্তু তারা এটা জানে না যে আমার 
সারা দুনিয়া,শুধু তোমাকে ঘিরে আবর্তিত।

মাগো কখনই কিছু চাওনি, যতটুকু পেয়েছো 
ততটুকু বিলিয়ে দিয়েছো আমাকে।
আমার হাসি, খুশিতেই তোমার জীবনের সমস্ত 
পাওয়া পূরণ হয়ে গেছে!তোমার কাছে আমি 
সবচেয়ে সুন্দর, সবচেয়ে শ্রেষ্ঠ,সবচেয়ে ভালো তাই না!
আমার কাছেও তুমি তাই।না তুমি বা তোমরা কখনই শুধু মানুষ নও।

নিজে ক্ষুধার্ত থেকেও যারা নিজের মুখের গ্রাস সন্তানের মুখে তুলে দিতে দু -বার ভাবে না,যাঁদের নিজের সমস্ত দুঃখ ধুয়ে মুছে যায় সন্তানের সাফল্য মাখা হাসি মুখ দেখে,নিজের অস্তিত্ব ভুলে যাঁরা শুধু সন্তানের অস্তিত্বকে আপন করে নিতে জানে তাঁরা শুধু মানুষ নয় তাঁরা কেবলই ঈশ্বর মানবী। হ্যাঁ তুমি, তোমরা হলে ঈশ্বর মানবী।তোমাদের স্নেহে এইভাবেই জড়িয়ে রেখো সন্তানদের, কারণ মাকে ছাড়া সন্তানদেরও আলাদা করে কোনো অস্তিত্ব হয় না।


Leave a comment