ঢাকের ডাক – Delhi Poetry Slam

ঢাকের ডাক

By Saikat Sen

মাঝধারে নদীর পথে আমি ভেসে যাই,
এই দুপুর শেষের বেলা,
দোলা দোলা নৌকায়।
ওই দূরে শোনা যায়-
এক ঢাকী ঢাক বাজায়।

শুনছি পাখিদের গল্প আর বৈঠা-জলের চর্চা,
বাঁশ-কলার স্বাগত ছায়া,
রোদ যে শ্রান্ত হয়েছে।
ওই ঢাকের তাল শুনছে,
আর প্রত্যেক পাতা নাচছে।

এমন জলের কম্পন, হবে মাঝদের জিজ্ঞাসা-
ঠিক আমার মনের মতন,
“এ কিসের অনুষ্ঠান?
কোন ঠাকুরকে আহ্বান,
না বিয়েবাড়ির স্থান?”

ঢাকের বাণী ফুটছে এমন, আনন্দ-স্ফুর্তি বিতরণ,
ওই ডাক ডাকছে আমায়,
আবৃত্তি যার হৃদয়ের রাগ।
এসো, ওই উৎসবের বাক্-
শুধু দূর থেকে নিচ্ছি ভাগ।

ওর ডাক শুনে আসে নতুন আওয়াজ আর-
শঙ্খ, ঘন্টা, উলুধ্বনি,
এক একের পরে।
পূজার ওই বাড়িতে তীরে,
সবাই মিশে যাচ্ছে সুরে।

শিউলির গন্ধে মিষ্টি হল এই অনুপম অনুভব,
উঠছে খাঁটি ধুনুচির ধোঁয়া-
পার্বণের ছবি লাগছে ভাল।
পরিবেশে এমন খুশির আলো-
দেখে আমার মন হারাল।

হঠাৎ ঢাক শান্ত হল... আরে কেন? বাজাও আর!
মন পূজায় থেকে যায়,
সঙ্গে শুধু আশা।
শুনতে চাই ঢাকের ভাষা-
এমন হয়েছে মধুর নেশা।

ঢাক-ধ্বনির অপেক্ষায় আমি চলে যাই,
বেলার প্রকাশ যে হারিয়ে যাচ্ছে,
করছে বিদায়-আলাপ।
কিন্তু রগে ডগডগার জাপ-
থেকে যায় ঢাকের ছাপ।


Leave a comment