নারী দি বস্ (নভোচারী সুনীতা উইলিয়ামস) – Delhi Poetry Slam

নারী দি বস্ (নভোচারী সুনীতা উইলিয়ামস)

By Rupa Chakravarty

জয়টীকা মাথায় পরে,
ফিরলো আজি ঘরের মেয়ে,
মহাকাশে হলো আঁকা,
মানবজাতির জয়ের রেখা।

জয়ের নাবিক যে মেয়েটি,
স্যালুট জানাই তাঁরই প্রতি,
তাঁর প্রেরণায় কন্যেরা সব,
দেশের হয়ে জ্বালাক বাতি।

নারী দিবস নয় যে শুধু,
সেই দিনেরই হাজার কথায়,
উদযাপনের নারী দিবস
এমন নারীর সফলতায়।

এমন কত শত নারী,
ছড়িয়ে আছেন দিকে দিকে,
মোদের দেশের কন্যেরা সব,
এগিয়ে এসো নানান দিকে।


Leave a comment