আর কত গণহত্যা – Delhi Poetry Slam

আর কত গণহত্যা

By Rubina Haque

" আর কত গণহত্যা "
কাশ্মীরের শীতল পাহাড়ের মাটিকে ছোঁয়ার উচ্ছ্বাস,
সৌন্দর্যের ভূমিতে নিজেদের হারিয়ে ফেলার ব্যাকুলতা 
ব্যস্ত জীবন থেকে দূরে এসে নৈসর্গিকতার মাঝে কিছুদিন আনন্দে বিন্দাস কাটানো'

কেনো নিরপরাধ মানুষের রক্ত ঝড়লো ?
কেনো মা হাড়ালেন তার ছেলেকে ?
কেনো সদ্য বিবাহিত স্রী হারালো শিথির সিঁদুর? 
আর কত হবে এই হত্যালীলা ?
আর কত মরবে দূর্বলেরা ?
আর কত পরিবার হবে প্রিয়জন ছাড়া ?
আর কত ? আর কত ? আর কত ?
 
হিন্দুদের বেছে বেছে মেরেছে উঠছে রব ,
মুসলমান মায়ের ও তো কোল হয়েছে খালি ,
আদিল দিয়েছে প্রাণ হিন্দুর প্রাণ বাঁচাতে ,
হিন্দু মায়ের কোল বাচাঁতে হিন্দুর ছেলেকে পিঠে নিয়ে  জঙ্গলের পথে ছুটে গেছিল সে এক মুসলমান যুবক ছিল 
ধর্মের নামে বেহুঁস খুনিরা বিধর্মীদের সাথে সাথে 
নিজের ধর্মের মানুষের প্রাণ কেঁড়ে নিতে পিছপা হয়নি ।

ভ্রাতৃত্ব এখন ছুঁড়ে ফেলেছে মুখোশ উন্মুক্ত 
হয়ে নিজের রুপে প্রকোট হয়োছে । 

সন্ত্রাসীদের কোনও জাত,ধর্ম,মানবিক বোধ থাকে না থাকে ধর্মান্ধতা আর রক্তের পিপাসা ।

সন্ত্রাসীদের  ! আতঙ্কবাদী ! জঙ্গি নাকি  ষড়যন্ত্র-
কারী কাদের হাতে আক্রান্ত ভারতবর্ষের গণতন্ত।

তাই তো সবাই একসাথে বলতে হবে গণহত্যা আর  না, ধংস আর না, হাহাকার আর না।


Leave a comment