ইঁদুর-দৌড় – Delhi Poetry Slam

ইঁদুর-দৌড়

By Rajarshi Bhatta

দৌড়চ্ছে আমার ইঁদুর ঘোড়া, 
টগবগ, টগবগ, টগবগ, 
জীবনের পথে নিঃশব্দ চরণে। 
ভেবেছি অনেক মনে মনে, 
কী চেয়েছি আর কী পেয়েছি জীবনে ? 
দিনান্তের অবসানে 
হিসাবে শূন্যতার অনুভব! 
সুখী সংসার, দু' কামরার ঘর, 
শুধু তুমি আর আমি, বাকি সব পর! 
অর্থহীন সারাদিন মেকি আর ফাঁকি অভিনয়, 
সত্যি বলছি, এসব কিছু আমার চাওয়া নয়। 
চেয়েছিলাম আকাশ হ’তে, তারার মালার সাজে, 
নীল সাগরের গভীরতা রাখতে সকল কাজে, 
বৃষ্টি হ’য়ে প’ড়তে ঝ’রে সৃষ্টি সুখের মাঝে, 
যেন, পাহাড় সমান সংকল্প অন্তরে বিরাজে। 
চেয়েছি যা হয়নি কিছুই, 
এটাই অনুভব, 
দৌড়ে চলে ইঁদুর ঘোড়া - 
টগবগ, টগবগ!


Leave a comment