By Pintu Betal
পাহাড় কেনার ইচ্ছেগুলো
ছিলো না সে কোনোকালেই ,
তবুও কেমন পায়রা’ দেখে পাহাড় ছোঁয়ার ইচ্ছে জাগে !
আকাশ-প্রিয় অঙ্কগুলো
হাত বাড়ায়ে আজন্মকাল…
তবুও কেমন আয়না ভেঙে--- মনের আকাশ গুমরে কাঁদে !
অবাক করা বায়নাগুলো
নদীর মতোই স্বচ্ছবয়ব-
তবুও কেমন বৃষ্টি’ হলেই মাতলা নদী ধ্বংস-প্রিয় !!
ব-দ্বীপে’র ঐ রোগ বরাবর -
আগেই বুকের বাঁদিক প্রিয় ,
তকমা ছেঁটে বাধ্য ছেলে একলা ব-দ্বীপ বদলি পরব ;
গাছগাছালি পঙ্খে জরীপ
খাজনা মেটা অবাক কুঁড়ি -
ধূম্র সে সাঁঝ-বৃক্ষতলে
ভাগ বসানো বেবাক গুঁড়ি -
শেকড়টুকুর দাম মেশানো তর্ক যদি শূন্যে বিলোপ…
শুকনো সে দাগ ‘আঁচড়’ বলে , “অন্ধ কবি , সুনীল’তো নই…” ;
হিসেব শেষে নাক বরাবর অজস্র ঢেউ…
কোথাও শোকের পাথর জমে ‘খবর’ কি কেউ ?
পথের ক্রমে সু-উচ্চতায় অ-পার ব্রাজক -
মনের মেঘ-এ ‘পাহাড়’ যে তার বিশেষ যাপন…।
অকূল ঘেঁষা সূঁচ-এর প্রভাব---- “সুনীল’ তো নই…” ।।