By Nilanjana Mukhopadhyay

উঠেছিল আজও রোজকার মতো,
রাত্রি সরিয়ে এনেছিল ভোর।
ঢেলেছিল তেজ প্রাণপণ আলো
বিষাদজীর্ণ আকাশে।
ফুটেনি কোনো রঙ,
দিগন্তও হয়নি লাল।
ধূসর, ভয়াল সকাল
এলো যে অচেনা সাজে—
ধোঁয়াশামলিন বসনাবৃতা,
সর্বাঙ্গে মেখে আঁধার।
ডাকেনি পাখি, ফুটেনি ফুল,
ঘনিয়েছিল কি বিষ
নিঃশ্বাসে যেন তার।
জাগল পিপীলিকার পাল,
অভ্যস্ত হাতে জ্বালালো আগুন—
প্রকৃতির রন্ধ্রে ছড়ালো হেলায়
মারণযজ্ঞের জাল।
প্রত্যূষের বুকেই আবার
আজ নামল অন্ধকার।
জানিয়ে গেল সে আকাশ জুড়ে—
“হে ক্ষিতি, অপ, মরুৎ, ব্যোম,
তোমরা থেকো, যদি পারো।
তেজ আজ অবদমিত, পরাজিত, রণক্লান্ত,
নিচ্ছে বিদায়—ক্ষমা কোরো।”
নিভে গেল সূর্য্য আমার।।
— গুরুগ্রাম ধোঁয়াশা, নভেম্বর, যে কোনো বছর।