By Nityananda Banerjee
সকল চেতন মাঝে নিত্য যে সকাল সাঁঝে
খুঁজে যাই অচেতন মুখ ,
সকল জ্ঞানের দ্বারে হারায় সে বারেবারে
অবচেতনার সেই সুখ ।
যেখানে আলোক নাই সেখানেই কবিতাই
ধ্যান দেয় জ্ঞান দেয় দান ,
তবু সেই কবিতার মান অপমান ভার
পায় যে সেই প্রতিভাবান ।
আপন স্বপন রাশি ভাসায় যে পরবাসী
বহমান তটিনী সলিলে ,
স্নেহ মায়া মমতার পরশে তর্জনী যার
কম্পিত হৃদয়ে যারে দিলে -
সে জন সন্তান হয় অগাধ বিস্ময়ে জয়
করে সদা জীবন সংগ্রাম,
আপন মুখের গ্রাস প্রতিদিন করে হ্রাস
জননী সে ; চেতনারি নাম ।
দেশও জননী তুল্য প্রকৃতি প্রেমে প্রফুল্ল
সাধনার ভজনার ক্ষেত্র ,
জননী ও জন্মভূমি পূজা উপাচার্য্য তুমি
হেরিলেই ধন্য হয় নেত্র ।