জানো বাবা ? – Delhi Poetry Slam

জানো বাবা ?

By Laxmi Kantan Gorai

জানি কভু পাবনাকো,
তোমায় আবার ফিরে।
সারাজীবন থাকবে তুমি,
আমার এই মন জুড়ে।

তুমি ছাড়া আজ এ জীবন,
লাগে বড়োই শুন্য।
মাঝে মাঝে কেঁদেও থাকি,
আমি তোমার জন্য।

তোমায় বেশি মনে পড়ে,
আমার জন্মদিনে।
সবার সেরা কেকটি আনতে,
আমার জন্য কিনে।

দুর্গাপূজায় নূতন জামা,
না চাইতেই দিতে।
নিজে,পুরানোতেই কাটিয়ে দিয়ে,
আমার জন্য নিতে।

কষ্ট কি তা বুঝতে দাওনি,
কোনোদিনও আমায়।
কেমনে বলো ভুলে যাব,
বাবা আমি তোমায়?

ভুল করলে দিতে বকা,
দিতে,অংকে পেলে শুন্য।
পরে গিয়ে বুঝতাম সেসব,
আমারই ভালোর জন্য।

সব কাজেতেই পাশে থেকে
উৎসাহ যে দিতে,
আমার সব চিন্তা তুমি
নিজেই নিয়ে নিতে।

জানো বাবা?আমার প্রিয়
বন্ধু ছিলে তুমি!
তুমি ছাড়া একা এখন,
এক্কেবারে আমি!

তুমি ছাড়া বাবা আমি,
গভীর অতল জলে।
সারথি ছাড়া পার্থ যেন,
কুরুক্ষেত্রের স্থলে।

যদিও জানি তোমার আশীষ,
আমার মাথায় আছে।
জানি তুমি সবসময়ই,
আছো আমার কাছে।

জানো বাবা?এসব আমার,
তোমার কাছেই শেখা।
দুঃখকে জয় আমিও করি।
হাসি মুখে,এখন একা!

তুমি ছাড়া বাবা আমার,
সত্যিই জীবন শুন্য।
তোমার ছেলে হয়ে যে আজ,
জীবন আমার ধন্য।

জানিনা।কিন্তু,আবার যদি
পুনর্জন্ম পাই,
বাবা আমি,আবার তোমারই
সন্তান হতে চাই!


Leave a comment