Jhuma Chatterjee
রথযাত্রা উপলক্ষে মহা ধুমধাম---
সজ্জিত রথ, সুসজ্জিত নগর ধাম।
রাশি রাশি পুষ্পমালা, স্বর্ণ মুকুট মাথে,
বলরাম, সুভদ্রা, দুই ভাই বোন সাথে ,
সালংকরা জগন্নাথ নন্দী ঘোষ রথে ।
পুষ্প রথ রওনা দিবে ,মাসির বাড়ির পথে।
করতাল শ্রীখোল সাথে জয় জগন্নাথ ধ্বনি
পরিবেশে আনিয়া দিল পবিত্রতার মাধুরী।
লক্ষ লক্ষ ভক্তের আবেদন শুধু ---
দেখা দাও ,দেখা দাও, দেখা দাও প্রভু।
রথের দড়ি ধরে ভক্তগণের টানাটানি ,
সবারে অবাক করি রথ যায় থামি ।
পুরোহিত সবে মিলি ছোটাছুটি করে ,
কি দোষে এমন হইলো? বুঝিতে না পারে !
অবশেষে দেখা গেল, অনাথ এক শিশু--
রথের পিছনে পড়ি, কাঁদিতেছে শুধু ।
ব্রাহ্মণ আসি সাদরে কোলে নিলা তারে,
বসাইল জগন্নাথের রথের উপরে ।
কৃষ্ণ গোপালের হাসি উপছিয়া পরে,
গড় গড়িয়ে চলল রথ, মাসির বাড়ির তরে
জয়ধ্বনি দিয়া সবাই ধন্য ধন্য করে।