By Kankana Karmakar

সেদিন তারও ওয়েবসাইটটি খুলছিল না,
“আমার কী যাদবপুর এ হবে মা?”,
“অনেক খেটেছিস, কেন হবেনা?”,
কম্পিউটারে চোখ রেখে করেছিল সে অধীর অপেক্ষা,
তার স্বপ্ন কী সত্যিই দেবে তাকে দেখা?
ক্ষণেক পর উদ্বিগ্ন চোখগুলো হলো প্রফুল্লিত,
“আজ রাতে কিন্তু বিরিয়ানি”, তার স্বপ্ন হয়েছে প্রকাশিত।।
দিন কতেক গেল হল সবই ব্যবস্থা,
বাবা বলেন “সবই ত হল এবার দেখে ফেলি হোস্টেলটা?”
মায়ের মন কখনই চায়নি ছেলেকে দূরে রাখতে,
“চিন্তা করোনা, আমি ভালো থাকব, রোজ করব ফোন তোমাকে”।
আশ্বাস দিল সে, ছেলেকে করেছিলেন তিনি বিশ্বাস,
তবে ভালো সত্যিই কী থাকল?
থমকিয়ে দিল সে তাদের আকাশ!
হয়েছিল মাত্র চারটি দিন,
সেই বিকেলেও বলেছিল ভালো আছে সে,
তখন কী আর মা জানত সে ফিরে আর আসবে না যে?
পরিবারের বিকাশ করবে বলে হয়েছিল রওনা,
তার স্বপ্নের ইনস্টিটিউশনের কবলে পড়ে,
এইভাবে বিলীন হয়ে যাওয়া কী ছিল তার পাওনা?
অপদেবতার আর এক শিকার ছিল স্বপ্নদিপ,
তার মত নিভে গেছে স্বপ্নের অনেক কটl দীপ।।
আজ 76 তম স্বাধীনতা দিবসে আমরা কী সত্যিই স্বাধীন?
সত্যিই কী আমরা কুসংস্কার, হিংস্রতার, সংকীর্ণতার বাঁধনহীন?
সত্যিই কী সার্থক জনম আমাদের জন্মে এই দেশে?
সত্যিই কী এই আকাশে চাঁদ এখনও ওঠে সেই ভাবে হেসে?
ক্ষুদিরাম,কনকলতা, দিয়েছিলেন প্রাণ,
দেশের তরে, দশের তরে রাখতে সবার মান।
আজ স্বপনের নিভল বাতি, কিসের তরে বলো?
কার কামনা সফল হলো? কারই বা মান বাড়ল?
উশৃঙ্খলতা হক তবে বন্ধ,
চাইনা আর একটি মা হোক সন্তান শোখে অন্ধ।
জাগিয়ে তোলো নজরুলের ভোরের পাখি, জাগিয়ে তুলতে হবেই তাকে,
পারব না কী আমরা আবারও মেখমুক্ত স্বাধীনতার বিন বাজাতে?