আমার মা – Delhi Poetry Slam

আমার মা

By Kamalika Bhattacharya Ray

তোমার কোলে তে সৃষ্টি আমার, তুমি যে আমার প্রাণ,
আমি ঘুমাই তোমার বুকেতে মাগো, শুনে ঘুম পাড়ানির গান।
ঘুমায় জগত,ঘুমায় পৃথিবী, চির শান্তির সেই স্থান, 
মাগো,জন্মদাত্রী তুমি যে আমার, আছে,চির অন্তর থেকে টান।

কেউ বলে না তোমার কথা, আমি লিখবো তোমারই গান,
মাগো, তোমার গল্প, তোমারই ব্যাথা, 
হবে তোমারই আবেগ তান।

রেখেছো আগলে পরিবারকে, কোথায় তোমার সেই দশ হাত ?
রেখেছো সামলে সব কিছুকে, মাগো, জেগেছো কত দিন রাত।
অন্ন দিয়েছো সবার পাতে, স্বল্প রেখে, করেছো দান, 
নিজের জন্য কিছুটি চাওনি, মাগো, সবই তোমারই অবদান। 
দাওনি ফাঁকি কোনও কাজেতেই, ক্লান্তি কে করেছো দূর, 
কঠিন সময়ে শক্ত মনে, হেঁটেছো তুমি বহুদূর।

ভালোবেসে আপন করেছো তুমি, ছড়িয়েছো স্নেহের ফুল, 
জননী হয়ে রক্ষা করেছো মা, ক্ষমা করেছো তাদের ভুল।
শুনেছো তাও মন্দ কথা, ভেঙেছো তোমার আশা,
মুখের হাসিতে ভুলিয়েছো নিজের, স্বপ্নের বহু ভাষা।
সহ্য করেছো বহু অপমান, মনেতে আছে ক্ষত দাগ, 
শান্ত ভাবে নিয়েছো মেনে, তাই, ঢাকা পড়েছে অনুরাগ।

তবু হাসি মুখে গান গেয়ে চলেছো মা, গানই যে তোমার প্রাণ, 
মনের শান্তি, মনের প্রাপ্তি, তাই ভুলেছো যতো অভিমান ।
মুছিয়ে দিয়েছো চোখের জল, মাগো, বুঝিয়েছো কত কিছু,
আজ, মানুষ হয়েছি তোমারই জন্য, ছুটিনি মিথ্যের পিছু ।

জানি, ভগবান আছেন ধরা ধামে, 
আর,তুমিও আছো মা সেইখানে, 
তিনি তাঁর স্থানে,তোমাকে পাঠান, 
আমি থাকি চেয়ে, তোমার পানে।


Leave a comment