By Kakali Mukherjee
মা....ও মা'....
চমকে তাকাই এধার ওধার, তাইতো...
বেটা তোর গলার আওয়াজ,
কিন্ত দেখতে পাচ্ছি কই,
ওমা....
দরজায় বাইরে দাঁড়িয়ে আছিস সত্যি বুঝি তুই।।
আজ বছর আটেক পরে এলি,
এতদিনেও একদম একিই রকম রয়ে গেলি।।
জানিস বেটা সেদিন সকালে
ঘর পরিষ্কার করতে গিয়ে
তোর ক্রিকেট ব্যাট টা হঠাৎ পেলাম হাতে,
কত স্মৃতিই রয়ে গেছে কত কিছুর সাথে।।
টেবিল চেয়ার,বই খাতা
জামা,কাপড় ব্যাগ,
সব কিছুই যেমন কার তেমনি আছে রাখা,
সব কিছুতেই রয়েছে যে তোর গন্ধ মাখা।।
আজ বছর আটেক পর,
পড়লো মনে মায়ের কথা তাই বুঝি তুই এলি,
তাহলে কেনই বা সেই দিন তুই
হঠাৎ চলে গেলি।।
বেটা....
আয়না একবার কাছে,
একটু খানি ছুঁয়ে দেখি,জড়িয়ে আদর করি,
গায়ে মাথায় একটুখানি হাত বুলিয়ে দি।।
এমনি করে মাকে কি এতো কষ্ট দিতে আছে,
তোরও কি ইচ্ছে করে না আমায় পেতে কাছে।।
"----মাগো,..... সবসময় তোমায় পাই যে দেখতে,
যখন ইচ্ছে হয়,
তোমায় কষ্ট পেতে দেখে যে আমারও বড্ডো কষ্ট হয়।।
মাগো,তোমায় যে আমি বড্ডো ভালোবাসি,
তাইতো আমি বারে বারে
তোমায় দেখতে ফিরে আসি।।
যখন তুমি স্কুলে যাও আর বাচ্চাদের ড্রয়িং শেখাও,
ঐ বাচ্চাদের মধ্যেই থাকি আমি,
দেখতে কি আমায় পাও।।
ঐ যে ঐ দুষ্টু বাচ্চা
লুকিয়ে রাখে ড্রয়িং খাতা,
এদিকে তার অংকে কিন্তু ভীষণ ভালো মাথা।
মাগো, তাকে দেখে
আমার কথা তোমার
নিশ্চই পরে মনে,
আমি যে মা সবসময়েই রয়েছি
তোমার মনের কোনে।।
তোমার ছাত্র ছাত্রীদের মধ্যেই আমি মিশে আছি,
এই ভাবেই সবসময়ে আমি
তোমার সঙ্গেই আছি।।
তোমার ও ঘর আমার এ ঘর ,
নিয়তী যে এটাই,
চাইলেই আর পারি না যেতে
তোমার কাছে তাই।।
আমি ভালোই আছি মা,
আমার জন্য একদম আর চিন্তা কোরো না।।
আজকে তোমায় এটাই বলতে সামনে এসেছি,
ব্যাস, এটাই ভেবো কদিনের জন্য আমি বাইরে কোথাও গেছি।।
তোমাকে যে ওঘরে থাকতেই হবে ,
জীবনের যে কটা দিন বাকি।
মাগো....
তুমি হাসলে ভালো থাকলে আমিও ভালো থাকি"।।
Loved the poem and the emotion behind these lines.