ফিল্টার – Delhi Poetry Slam

ফিল্টার

Joydev Das

গল্প যা কিছু যত হবে বলা, হতে হবে ফিল্টার,
 ছানবিন যদি না থাকে আবেগে জীবন শুধু যে ভার।
 নির্বাচিত হোক বন্ধু যত, হোক না সে হাতে গোনা,
 বহু পথ মাঝে জীবনের পথ তবেই যাবে যে চেনা।
 মন্দ রা যদি জেনে ফেলে সব সুখ ও দুখের ইতিহাস,
 সুযোগ পেলেই ঠকাবে যে তারা,করে যাবে শুধু বিকৃত পরিহাস।
 সামর্থ্য যা কিছু রয়েছে ভিতরে শ্রেষ্ঠ হোক তা প্রকাশ,
 সরাতেই হবে ময়লা যত, যা উঠছে জমে চারিপাশ।
 যত রাগ জাগে মাপনিতে মেপে,দেখাতে হবে তার কিছু,
 উচিতের বেশি হয়ে গেলে পরে পরাজয় পিছু পিছু।
 ঠিক বেঠিকের পেরোলেই সীমা,লজ্জা যে তাকে বলে,
 জিতে যেতে যেতে হেরে যেতে হয়, ওটুকুর শুধু ভুলে।
 হিংসা যত জেগে জেগে ওঠে, করে যেতে হবে পরিহার,
 লোভের ভিতরে হিংসার বাস, জানা চাই বার বার।
 ভুল যদি কিছু হয়ে যায় ভুলে, দেখে নিতে হবে আরশিতে,
 ভুল করে যেন সে ভুলের পথে,পা যেন না চায় বাড়াতে।
 প্রেমের ভিতর যদি ব্যভিচার ঘটে, জীবনের ধারাপাতে,
 জীবনের ভিতর হারায় জীবন, চুপিসারে ভুল পথে।
 সত্য আঁকড়ে যেতে হবে আগে, আসুক কষ্ট যত,
 ক্ষণিকের সুখ পরিহার হোক,খুঁজুক জীবন স্থায়ী সুখ অবিরত।
 সুখের চেয়েও শান্তি যে বড়, এ কথা সকলে জানে,
 ঠিক বুঝে বুঝে তাই নিতে হবে,খুঁজে পেতে হবে প্রতিদিন শুধু,
 শান্তি - সুখের মানে।।


Leave a comment