এ রক্ত আমার, তোমার, সবার। – Delhi Poetry Slam

এ রক্ত আমার, তোমার, সবার।

By Indrani Chowdhury

শরতের শুভ্র মেঘে আজ একরাশ উদ্বেগ,
তার সাদা তুলোর পেঁজায় আজ রক্তের ছিটে! 
এ রক্ত কার ? কার ? কার রক্ত করছে হাহাকার ? 
দিশেহারা মন, কইছে সর্বক্ষণ,
এ রক্ত আমার, তোমার, সবার।
দেবীর প্রাণপ্রতিষ্ঠা আসন্ন,
তবু যেন মহালয়ার ভোর শোকাচ্ছন্ন! 
এই আলোকিত মুহূর্তেও  এক বেদনাদায়ক সুর ভাসছে বহুদুর - 
এ বেদনা কার ? কার ?কার বেদনা করছে হাহাকার ?
দিশেহারা মন, কইছে সর্বক্ষণ, 
এ বেদনা আমার, তোমার, সবার।
দেবীর দ্যুতির মাঝেও যেন এক নিকষ কালো অন্ধকার ভারাক্রান্ত করছে মন,
যেন আশুরিক শক্তির জয় বিধ্বস্ত করেছে দেবী বন্দনার সমস্ত আয়োজন!
এ বিষণ্ণতার মাঝে কি আনন্দ সাজে ? 
শরতের শুভ্র মেঘে আজ রক্তের রেশ, 
এ রক্ত কার ? কার ? কার রক্ত করছে হাহাকার ? 
দিশেহারা মন, কইছে সর্বক্ষণ , 
এ রক্ত আমার, তোমার, সবার।

লেখিকার বক্তব্য  ঃ এই কবিতাটি আমি আর জি কর কান্ডের নির্যাতিতা তিলোত্তমাকে উৎসর্গ করিলাম।

 


Leave a comment