আত্মার সংবেদনে – Delhi Poetry Slam

আত্মার সংবেদনে

By Indra Dasgupta

জন্মাই না, সৃষ্টি হই
মরে যাই ,লুপ্ত হই না।
তাই কেক,ফুল,মোমবাতির গন্ধ বা রোশনিতে উজ্জ্বীবিত হই না । 

পৃথিবীর চলাফেরায় অবশ্যম্ভাবী 
সূর্যোদয় চন্দ্রোদয়,গ্রহণ 
যেন খন্ড থেকে পূর্ণ হই,
আবার বলয় চলতেই থাকে।
দিন রাতের সহজাত প্রক্রিয়া।
শুধু ঢেউএর মতো ছোঁয় কিছু সময়
 যা পার করতে হয় আমাকেই।

পার হই অতিক্রম করি না,
ক্ষয় হই সমাপ্ত হই না।
কাজেই মাইলফলক ফসিলের
এ সমস্ত কথা
আক্ষরিক ইতিহাস লেখে না আমার।

শুধু তার শব্দগুলোর অনুচ্চারিত বয়ান হঠাৎ কাব্য করে,
অনুভূতির কবিতা হয় না।
হলে এই কলম অকেজো
হয়ে পড়তো কাগজে।


Leave a comment