By Debabrata Deb

তুমি জীবন সঙ্গিনী।
তুমি চাঁদের আলো নীরব রাতে , তুমি ঊষার আলো
আশার কিরণ-
মধ্যগগনে
তুমি শীতল ছায়া-
তুমি নারী, সঙ্গিনী।।
কালের স্রোতে তুমি
অপরূপা ,
রাতের আধার পূর্ণ গ্রহণে ,
তোমার হিয়ায় আকাশের বিশালতা - সাগরের গভীরতা তোমাতে।।
কবিতার ছন্দে
রাগে অনুরাগে,
তুমি -মৃদু সমীরণ
কুসুম কাননে ।।
তুমি বৃষ্টি ভেজা শিশিরে
এক ফুটো অশ্রুজল অভিমানে।
তুমি পূজার দীপ্ত প্রদীপ শিখা ,
বজ্র মেঘের বিদ্যুৎ প্রহেলিকা
তুমি অকাল বোধনে দশভূজা ।।
তুমি শব্দ, ঝঙ্কার বেদের মন্ত্র ,
তুমি সাধকের সাধনা অতি একান্তে ।
তুমি সঙ্গিনী অবসরে
হৃদয় যেন অস্তিত্ব হীন
তুমি বিনে ।।
হে নারী,
কখন তোমায় করেছে সমাজ
কলঙ্কিত
সমাজ তবুও হয়নি লজ্জিত।
তুমি বহুরূপী কখন সুশোভিত
অলংকৃত পুজোর কাঠামোয়।।
তুমি নারী,মমতা,
মা,স্ত্রী
তুমি জীবন সঙ্গিনী ।।