অভিসার – Delhi Poetry Slam

অভিসার

By Parimal Kumar Das

অভিসার (পরিমল কুমার দাস)

তোমার তীরে নিঃশব্দে যখন এসে বসি প্রতি রাতে
দু'টি জল-শঙ্খ তুলে দাও তুমি আমার দুই করতলে
সেই শঙ্খে ফু দিলেই সমস্ত শরীরে আছড়ে পড়ে ঢেউ
পাড়ের ঝাউ-বনে সহসা দাউ-দাউ জ্বলে ওঠে আগুন
ইচ্ছে হয় নাইতে নামি ওই নীল শীতল জলে
সহসা ঈষৎ ভয় জাগে মনে, যদি আর না ফিরি---


Leave a comment