By Indrajit Dutta
নিচে নেমেছি।
বারান্দা থেকে রাস্তায়।
আলো থেকে অন্ধকারে
মানুষ থেকে অমানুষে
জীবন থেকে মৃত্যুর পথে।
এ এক অদ্ভুত অনুভুতি।
এই অজানা পথে পায়ে পায়ে বিপদ।
অবিশ্বাসের অপর নামই এখানে বিশ্বাস।
সত্যের বৈমাত্রেয় ভাই এ পথের চরম সত্য।
এদেশে সবাই মুখোশ পড়ে কারণ মুখোশ হীন
মুখ গুলো অত্যন্ত কদর্য এবং ভয়াল।
প্রতিদিন ঘুম থেকে উঠে এরা মৃত্যুকে চুমু খেয়ে।
এখানে অদ্ভুত বাজারে সব কেনা যায়।
এমনকি ইশ্বর নামক দু পেয়ে কিংবা চার পেয়ে বস্তুটি কেও।
নারী সুরা আর রক্তের নিলাম ,দরাদরি
হাঁকাহাঁকি, মারামারি।
এখানে রোজ
ইঁদুর ,আরশোলা , ছারপোকা, উকুন, মশার মত
মানুষ মানুষকে হত্যা করে।
প্রাণ ভিক্ষুক ভিখারীকে তারিয়ে তারিয়ে, রসিয়ে রসিয়ে, শেষ নিঃশ্বাস টুকু বার করে নেবার শিহরণ ,কি অদ্ভুত এক আনন্দ ,কি অসম্ভব তার আকর্ষণ।
ফুল পাখি নদী সমুদ্র পাহাড় ছাড়াও
এ এক অদ্ভুত সুন্দর পৃথিবী।
এখানে সুর,তাল, ছন্দ ছাড়াও কত গানের জন্ম হয়।
প্রেম,ভালবাসা, হৃদয়ের উষ্ণতা বাদ দিয়েও
হাজার হাজার গল্প লেখা হয়।
এই শরীরের মধ্যে ,এই মনের গভীরে, যে আদিম "আমি" টা লুকিয়ে আছে, সে শিকল ছিঁড়ে বের হয়ে আসতে চায়।
তার শোণিতে যোণিতে বাজে আফ্রিকার জংলী মাদল ।
হিংসার বদলে হিংসা, রক্তের বদলে রক্ত, প্রাণের বদলে প্রাণ। একমাত্র লক্ষ্য একমাত্র জীবনের উদ্দেশ্য।
পাতলপুরীর যত নিচে নামাতে যাবে ততই অন্ধকার।
তত কালো।
কালোর কত বৈচিত্র্য।
কত তারতম্য ।
কত অভিব্যক্তি।
সব কত সচ্ছ্য ।
সব কত পরিষ্কার।
এ এক অদ্ভুত শক্তি যা শুধুই নিচে টানে।
নিয়ে যেতে চায় গভীর থেকে গভীরতর পাতালে।
বারান্দা থেকে রাস্তায়।
আলো থেকে অন্ধকারে
মানুষ থেকে অমানুষে
জীবন থেকে মৃত্যুর পথে।