জীবন সায়াহ্নে – Delhi Poetry Slam

জীবন সায়াহ্নে

By Bharat Chandra Pal

সপ্ত দশক পেরিয়ে আজি, এই জীবন সায়াহ্নে,
হিসাব মিলাতে বসি, কী সুকর্ম করেছি মধ্যাহ্নে।

জনক জননীর স্নেহমমতায়, হায়! কেটেছে শৈশব,
মায়া মরীচিকায় বদ্ধ হয়ে, আর নিয়ে বংশ বৈভব।

বাসনা পিয়াসে, নাগপাশে বাধি কাঞ্চন ,কামিনী,
বিপথে চলেও আজ, মন নাহি চায় ত্যাগিতে মেদিনী I

ছিন্ন পাল, ভগ্ন হাল, ডুবে মন তরী, আজ ভাবি একাকি,
লগির গোরা পায় না তলা, হাহাকার করে হবে কি।

হেলায় খেলায় লংগিয়াছি হায়! এই মণোহারী ধরা,
আজি, জীবন সায়াহ্নে দেখি, সম্মুখে সাগরাম্বরা।

গন্ড শৈল শিরে গুল্মরাজী, চিরে খায় অন্তর,
কে জুড়াবে এই অন্তরের জ্বালা, হে মোর পরমেশ্বর।

করেছি কি পুরণ, অনাথ, আতুর, অকিঞ্চনের আশ?
দীন জনে অন্ন দিয়ে, বিদ্যা দিয়ে, পূরেছি কি অভিলাষ?

তাইতো আজি, এই গোধূলি লগনে, বাধী অশ্রু জল,
অন্তর দহনের যন্ত্রণা সহিতে, মোরে দাও মনোবল।

বিরহীর অশ্রু মুছে, ব্যথির ব্যথা করে নিবারণ,
কুসুম সম শুকিয়ে যাব, গন্ধ না করে বিতরণ।

জ্বর, জ্বালা, তাপে, ভবের দুঃখে, কোথা পাই পরিত্রাণ,
জনক জননী সেবা, শঙ্কা হীন বৈকুণ্ঠ সমান।

গোধূলি বেলায় ভাবি, ঘুচিবে কি রুদ্ব স্বর্গদ্বার,
হে ইশ্বর, সঞ্জীবনী,শক্তি দাও মোরে, লঙ্গিতে ভবপার।l


Leave a comment