By Arundhuti Biswas
সময় গেল চলে ,
পাপ মেশে কবরস্থলে।
রক্তাক্ত পদচিহ্ন মুছে ,
মানুষ এগোয় দলে দলে।
অশ্রুসিক্ত চোখের কোলে,
দাম্ভিক আধিপত্যের ছাপ I
বিপ্লবী মন আবেগ প্রবন ,
পারেনা পেরোতে আবর্তনের ধাপ।
জনগণের আবেগে গ্রাস,
যেটা তাদেরই রক্তে রাঙ্গাI
মতবিরোধের ভিতে তৈরী ধ্বংসস্থল ,
যায়না আবার ভাঙ্গা।
পরিচয়হীন মানুষের সমাবেশ ,
দায়বদ্ধতার শিকলে বাঁধা।
এখানে বিবেকহীন রক্তর রং ,
দিনে দিনে হয় সাদা।