অপেক্ষা – Delhi Poetry Slam

অপেক্ষা

By Aroti Khasnobis

সম্মুখে বিস্তৃত দিগন্ত, 
দাঁড়িয়ে।  
    নিঃসঙ্গতা সঙ্গী হয়ে পিছু ছাড়ে না।  
বেলা শেষে সূর্য কিরণ মেঘমালার সাথে দিন শেষে, 
আলো আঁধারের পরিপাটি খেলায় নৈসর্গিক ব্যঞ্জনায় 
ধরণীতে স্বর্গীয় সুষমায় আবৃত এক ইন্দ্র জালের পরশ লেগেছ।  
একাকিত্বের আবরণে সোনালী আলোর আঁচড়।  

আমি এক অলৌকিক সৃষ্টি রসের, 
ঐশ্বরিক মিলনের মায়ায় বেষ্টিত।  
সৃষ্টির কূলে বসে, সান্ধ সমীরণে অবগাহনের সীমান্তে, 
কোন অলোকপুরির অভ্যন্তরে রূপ সাগরে পারি দিলাম।  

আঁধারের কাব্য প্রলাপ বলে জোনাকির মায়াবী আলোয়, 
ভুলেছি সময় - 
চাওয়া পাওয়ার যোগ বিয়োগে আমার মাস্তুল হীন জাহাজের আজ সলিল সমাধি হলো।  
যত জরা, যত দীনহীন গাঁথা, 
জীর্ণ অব্যক্ত মনের তাড়না -- নিস্তব্ধ বন্ধ কোনো কোঠরে সমাহিত।  
আমার অশ্রু সিক্ত আঁচল শুকায় দখিনা বাতাসে।    

ভেসে চলেছি রহস্যের খেলার অন্তহীন সুখ স্রোতে।  
অন্তর আত্মায় আজ উৎসবের আয়োজন।
আমি আছি উদ্ভাসিত ভোরের আলোয় সূর্য মুখী ফোটার অপেক্ষায়।


Leave a comment