ছুটির মজা – Delhi Poetry Slam

ছুটির মজা

By Aritra Bhattacharjee

ছুটির মজা
অরিত্রা মুখার্জী ভট্টাচার্য্য 

কু ঝিক ঝিক ট্রেনের আওয়াজ
সঙ্গে বাদাম লজেনচুস,
স্বপ্নে শুধু মামারবাড়ী
গ্রীষ্ম ছুটি যেই শুরু –

স্কুল যাওয়া নেই, বই খাতা নেই,
ছুটির মজা হয় শুরু।
দাদুর বলা গপ্পো ভূতের,
দিদার হাতের সেই নাড়ু।

একটা মাসের ছন্নছাড়া,
রূপকথাময় হাতছানি,
কেমন করে গ্রীষ্ম ছুটি–
শেষ হয়ে যায়, কী জানি!

ভাববোনা আর সেসব কথা,
মন খারাপের মেঘলা ক্ষণ,
বুকের ভেতর কাল বশেখী,
ছুটির মাত্র কিছুক্ষণ।


Leave a comment