আলেখ' – Delhi Poetry Slam

আলেখ'

By Arisha Ghosh

এদিকে এখন পাতা ঝরার মরশুম, স্থলের মাঝে টলছে নীলাভ বাতি, ১০ টাকায় ঘুম কিনছে শহর, উদারপন্থী সকালের দোরে-ঘুম ভাঙে; এমনি এক দুঃসময়ে আমাদের দেখা।
আলোর ঝলকানিতে অস্থির শহর তোমাকে স্বাগত জানায়, পা ফেলো ধীর- ফাল্গুনের আগুনে জোয়ারভাটা। চিরকালীন অপেক্ষার শেকল ছিঁড়ে, অদ্বৈত তাঁর চাওয়াকে রচনা করেছ, কোন মায়ার ছলে ফেলে দিয়েছো পুরোনো সুর, যা হতে অনন্ত তিমির ঘিরে ছায়া বিষন্ন, এমনই এক দুঃসময় আমাদের দেখা।
গণতন্ত্র দাগ টানে অসামান্য চিত্রনাট্যর, পাণ্ডুলিপির পাতা খসে উড়ে যায় প্রত্যেকটা সীমানার প্রান্তরে।
ভরে দিয়েছো আতর, যে হৃদয় পুড়ে ছিলো ছাই-দিয়েছো বসন্ত, শান্তি; নিয়ে বেড়িয়েছো আষাঢ়ের আছন্নতা, বনফুল কে নাম দিয়েছো নদীর; এমন সময়ে আমাদের দেখা, স্বপ্নের ভোরে, আমাদের দেখা এই দুঃসময়ে।



Leave a comment