দিন বদলের কবিতা – Delhi Poetry Slam

দিন বদলের কবিতা

By Arindam Mukhopadhyay

সুহ্নদ
অরিন্দম মুখোপাধ্যায়

ভালো লাগলো অন্তরের দান
মাথায় তুলে নেওয়ায়
সুবাসিত গন্ধে মনে লাগলো
           কাশের দোলা...
শুনতে পেলাম নীলকন্ঠ পাখির আহ্বান.....
পরক্ষণেই বলি — তোমার নীরবতা অনুভব
করার চেষ্টা করছে - আমার মন,
তোমারই একান্ত সান্নিধ্যে ৷৷
           
প্রেমে অপ্রেমে
অথবা
কোন ঘৃণ্য মূহুর্তে
যদি অনুভব করি কোন প্রসন্নতা
তবে , তা কি ধানের শীষের মতো
দোলা দিয়ে যাবে কোন হ্নদয়
অথবা
হাতছানি দিয়ে ডাকবে কি
অপরিচিত কোন গন্ডিতে
সুহ্নদ
— একান্ত আপনজনকে !


Leave a comment