By Arindam Mukhopadhyay
সুহ্নদ
অরিন্দম মুখোপাধ্যায়
ভালো লাগলো অন্তরের দান
মাথায় তুলে নেওয়ায়
সুবাসিত গন্ধে মনে লাগলো
কাশের দোলা...
শুনতে পেলাম নীলকন্ঠ পাখির আহ্বান.....
পরক্ষণেই বলি — তোমার নীরবতা অনুভব
করার চেষ্টা করছে - আমার মন,
তোমারই একান্ত সান্নিধ্যে ৷৷
প্রেমে অপ্রেমে
অথবা
কোন ঘৃণ্য মূহুর্তে
যদি অনুভব করি কোন প্রসন্নতা
তবে , তা কি ধানের শীষের মতো
দোলা দিয়ে যাবে কোন হ্নদয়
অথবা
হাতছানি দিয়ে ডাকবে কি
অপরিচিত কোন গন্ডিতে
সুহ্নদ
— একান্ত আপনজনকে !