অব্যক্ত – Delhi Poetry Slam

অব্যক্ত

By Anwesha Ray

আমার বাড়ির সামনে ডাকবাক্সে- 
একটা চিঠি পড়ে আছে সেই কবেকার!
দূরদেশী এক অপরিচিত ব্যক্তি 
নিজের নাম পরিচয় কিছুই না ব্যক্ত করে, 
পাঠিয়েছে চিঠি আমার ঠিকানায়।
সেই খবর অনেকদূর রটেছিল;
ডাকপিয়নের কাছে শোনা- 
আদরে-যত্নে, সাজিয়ে গুছিয়ে 
চিঠি লিখেছে সেই শুভাকাঙ্ক্ষী।
কারোর মতে সেটা প্রেমের অক্ষরে ঠাসা, 
আবার কেউ কেউ বলে তাতে রয়েছে 
অজ্ঞাত কার বা জীবনের হিসেবনিকেশ।
সেই একটা চিঠিকে ভিত্তি করে, 
আরও কত নতুন গল্প জন্ম নিল।
অথচ আদতে তা সবারই অজানা 
খাম খুলে চিঠিটা আজও কেউই পড়েনি।।


Leave a comment