বাবা – Delhi Poetry Slam

বাবা

By Anwesha Mukherjee

বাবার হাত ধরেই এই পথ চলা,
বাবাকেই ধরেছি পথপ্রদর্শক।
নিত্য সেবালয়ে আছে জানি,
তোমার চয়ন, মনন, তুমিই জনক।

পরম শান্তি তোমার নিকট,
যবে হেরি, তোমায় পাই দেখতে।
তোমায় নিয়ে কত কথা, কত চপলতা, 
সবই তুমি বাবা, আমার তুমি,  আমিই তোমাতে।

পরম পুজ্য তুমি, পরম জ্ঞানী, নেইক তা গোপন,
আমায় ঘিরে তোমার রব,সেসবই জানতে।
তোমার করুনা,তোমার বিরাম,তোমায় পাই যে মনে,
হন্যে হয়ে খুঁজি তোমায়, মনে মনে মানতে।

বড় হওয়ার পন্থা আমি মনে লয়ে বাঁচি,
বিরাজ করবে তুমি মোর মননিবাসে সর্বহর্তা।
মনকারাগার ছুটবে সেথা, গড়বে বিশ্বরাজপ্রাসাদ, 
কোথায় তুমি মন বলবে, তোমার হয়ে এ মনবার্তা।


Leave a comment