অন্তর্লীন – Delhi Poetry Slam

অন্তর্লীন

By Anupama Paul

তোমার শুভ্র শাড়ির পাড়ের নীচে আমি আমার প্রেমের কথা লিখে রাখব
আমার প্রেম অনন্ত অসীম , দেহের উর্দ্ধে সে প্রেমের হাতছানি !
হয়ত ভাববে আমিও কি তবে অনন্ত প্রেমের পথযাত্রী ?
আমি যে এমনই তুমি তা জান তবে কেন
সীমানায় বন্দী রেখে তাকে করব মলীন ।

সাঁঝবেলার বেহাগের করুণ সুরে দেখব 
রাধার মতই অভিমানের সেই মুখভার
তুমি ধরা দেবে আমার প্রেমে নতুন সাজে বার বার।
কখনও অভিসার , কখনও বিরহের কষ্টিপাথরে নিজেকে যাচাই করে তোমার প্রেমে আমি হব বিলীন  ।

হয়ত কোন একদিন নির্জনে তাপ্তি নদীর ধারে সব হতাশা বিসর্জন দিয়ে
আবার এক নতুন জন্মের মত 
ভাসমান মেঘেদের সাক্ষী রেখে মিলব আমি
বলব বার বার ভালোবাসি তোমায় ,
সহজিয়া প্রেমের মুগ্ধতার আবেশে 
সব কলঙ্ক মুছে সব বাধা পেরিয়ে ।

কখনও আছড়ে পড়বে ঢেউ এর মত অপরাহ্নবেলায় ।
কেটে যাবে কত অমানিশি তোমার কালো চুলের ঘনঘটায়
বিনুনীর ভাঁজে ভাঁজে
থাকব আমি ফ্রিসিয়া ফুলের কুঁড়ি হয়ে তোমার হাতের স্পর্শ পেতে ।
কোন এক বৃষ্টিভেজা সন্ধ্যায় হয়ত বাজবে বাঁশীর সুর সালভিয়া ফুলের নেশায়
নীলকান্ত মণির উজ্বলতায় ঝলমল করবে প্রাসাদের প্রতিটি পাথর ,
তোমার উন্মুক্ত চেতনায় তুমিও আমাকে সৃষ্টি করবে বার বার ।

আমাদের প্রেম হাসনাহেনার গন্ধের মত ছড়াবে চারিদিকে
সে প্রেম পাহাড়ের চূড়া ছুঁয়ে হবে সবুজ
আমি খুঁজব তোমায় , শ্বেত হরিণের বেশে খাড়া খাড়া চূড়াগুলো ছুঁয়ে !
কখনও চলে যাব সৈকত ভূমিতে 
ভাবনার অতলান্ত ছুঁয়ে , তোমায় সাজাবো একান্তে
বিরহ প্রেমের মহামিলনের মহামন্ত্র জপে ,
মিলব দুজনে মনের বৃন্দাবনে কৃষ্ণচূড়ার নীচে I


Leave a comment