বহুদিন লিখিনি কবিতা – Delhi Poetry Slam

বহুদিন লিখিনি কবিতা

By Anup Sen

বহুদিন লিখিনি কবিতা 
জামরুল হিজলের ছায়া
দরজায় কড়া নাড়ে ফেলে আসা দিন
খোঁজে ফিরি আঁচলের মায়া

বহুদিন লিখিনি কবিতা
প্রিয় নদী, প্রিয় স্বপ্ন, প্রিয় সেই নারী
জীবনপথের বাঁকে খোয়া গেছে প্রেম
তার সাথে কতদিন আড়ি

বহুদিন লিখিনি কবিতা
ফুল পাখি নদী মাঠ সোঁদাগন্ধ ঘাস
মরাগাঙে বাসা বাঁধে সভ্যতার অসুখ
নাগরিক চোরাবালি-- তাই আজ জীবন নির্যাস

বহুদিন লিখিনি কবিতা
বিশ্বায়নের বেড়ি স্বপ্নের পায়
চাল ডাল তেল নুন ছেলের মারুতি আর গিন্নির ফ্ল্যাট
সযত্নে ভুলে থাকি জীবনের দায়


Leave a comment