অন্ধকার প্রেম – Delhi Poetry Slam

অন্ধকার প্রেম

By Ankur Prasad

অন্ধকারে মিশে যাওয়া দুটি ছায়া,
তোমার চোখে লুকিয়ে থাকা বিষাদ-মায়া।
স্পর্শহীন স্পর্শে এক রহস্যের ছোঁয়া,
আমাদের প্রেমে আছে এক বিষাক্ত জ্বলা।

তোমার ঠোঁটের কথায় বিষের গান,
তবু সেই সুরে হৃদয় দেয় প্রাণ।
তোমার ছায়ার তলায় আশ্রয় খুঁজি,
জানি, এই পথে আলো কোনোদিনই না বুঝি।

রক্তিম চাঁদের আলোয় বিষাদের খেলা,
তুমি আমার ঘুম, তুমি আমার জ্বালা।
তোমার হাতের দাগে আঁকা অন্ধকার ফুল,
তবু তোমার প্রেমে আমি অদ্ভুত ভুল।

এই প্রেম নয় শুভ্র, নয় সাদা কাগজ,
অশ্রুর কালি দিয়ে লেখা প্রতিটা সাজ।
তোমার সঙ্গে হারাতে চাওয়া গভীরতায়,
জানি, এই প্রেমই শেষ—মরণের ছায়ায়।

তবু তুমিই আকাশ, তুমিই অন্ধকার,
তোমার প্রেমেই আমার আত্মসমর্পণ বারবার।


Leave a comment