দীপঙ্কর – Delhi Poetry Slam

দীপঙ্কর

By Anirban Roy Choudhary

ঘুরতে যে চায় হঠাৎ কখনো ভ্রমণ পিয়াসী মন,
সমুদ্র থেকে জঙ্গল হয়ে প্রকৃতির কোলে কোলে
সবুজ প্রকৃতি সে প্রকৃতি নেই বুকে তার হুতাশন!
আমার চলার পথে সব সবুজেরা ওঠে জ্বলে।

কাছ থেকে দেখি, কি ভীষণ একি, প্রতিবাদ সবুজে,
মনের ভিতরে তার উত্তাপ ছুঁয়ে যায় দাবানলে,
মনক্যামেরা ধরে রেখে দেয় সেই দাবাগ্নি তেজ-
এদিকে ওদিকে যেদিকে তাকাই আগুন ওঠে জ্বলে!

অজান্তে আমি করেছি কি ক্ষতি?পেয়েছিও হিসেবমতো?
প্রকৃতির সব জল শুষে আমি ভরেছি নিজের জল,
ভাবিনি কখনো ওরা তারা কারা হলো ক্ষত বিক্ষত-
সকলেরই কাছে আমার কাহিনী আজ নিতান্ত প্রাঞ্জল!

পায়ে পায়ে আমি উঁচুতে উঠেছি,ঐ ঝকঝকে শিখর
তবু আমার ফলন নষ্ট ফসল, আমি যেন আততায়ী,
নিজের দামামা শোনাতে আমি সদা সর্বদা মুখর
এবার প্রকৃতি উড়িয়েছে আমার কীর্তির ধূসর ছাই!

টানাপোড়েনের মধ্যে আমি আজ, এ সময় ভয়ঙ্কর
নতুন আলোর দিকে নিয়ে যাবে সে কোন দীপঙ্কর?


Leave a comment