By Ahel Choudhury

সন্তানের ব্যথায় যে তার হৃদয় ভেঙ্গে পরে
দু চোখ দিয়ে শুধু তার অশ্রু বেয়ে পরে।
সন্তানের সফলতা দেখে যে সবচেয়ে সুখী হয়,
বুক ভরে সে তাকে আশীর্বাদ দেয়।।
নিজের হাজার দুঃখ কষ্ট ঢেকে,
সন্তানের মুখের দিকে চেয়ে,
সে হাজার বাঁধা পেরিয়ে,
হাঁসি মুখে এগিয়ে যায়।।
খিদে পেটে রেখেও যে,
সন্তানের মুখে খাবার তুলে দেয়।
চোখে ঘুম নিয়েও সে,
সন্তানের সাথে রাত জেগে কাটায়।।
কাজে যেমন যায় সে,
ঠিক তেমনি ঘরের কাজও সামলায়।
চুল বাঁধতে জানে যেমন,
রান্নাও করে ঠিক তেমনি সুন্দর।।
সব কাজ সেরে ফেলে নিমিষে যে,
হলাম আমি তার সবচেয়ে বড় ফ্যান।
জন্ম দিয়েছে যে আমায়,
প্রণাম জানাই মা তোমায়,
থেকো এমনটিই তুমি সারা জীবন - আমার পাশেতে।।