আমি বাবাকে দেখেছি – Delhi Poetry Slam

আমি বাবাকে দেখেছি

By Koustov Mukhopadhyay

 

এই নিষ্ঠুর পৃথিবীতে আমি এক আশ্রয় দেখেছি, 
এই ব্যস্ত ভীরের মাঝে আমি আমার বাবাকে দেখেছি।
দিনের শেষে ক্লান্ত বেশে বাড়ি ফিরতে দেখেছি
হাসি মুখে মায়ের রাগ সহ্য করতে দেখেছি,
ভেঙে পড়া সব ঘরের মাঝে আমি এই পরিবারের সম্বল দেখেছি ..
আমি আমার ধৈর্যশীল বাবাকে দেখেছি।

দাদাভাই-এর ওপর রাখতে দেখেছি
আবার পরে তাকে ভালোবাসতেও দেখেছি
আমি আমার সংবেদনশীল বাবাকে দেখেছি।
আমাদের পড়াশোনার খরচ একা ওঠাতে দেখেছি
কখনো কারো কাছে কিছু চাইতে দেখিনি
আমি আমার আত্মসন্মানশীল বাবাকে দেখেছি।
অন্যের জন্য দামী জিনিস কিনতে দেখেছি
অথচ নিজের সেই পুরনো জুতো পরে থাকতে দেখেছি
আমি আমার সংযমী বাবাকে দেখেছি।
আমার বাবা অমিতাভ বচ্চনের বড় ভক্ত
তাকে মজার ছলে অমিতাভের সংলাপ বলতে দেখেছি
আবার কখনো কিশোরের গান-ও গুনগুন করতে দেখেছি,
অফিস থেকে ফিরে বেহালা বাজাতেও দেখেছি
আমি আমার শিল্পী বাবাকে দেখেছি।
আমাদের সব দুঃখ কষ্টে পাশে থাকতে দেখেছি
অথচ নিজের কষ্ট চুপ করে সহ্য করতে দেখেছি
আমি আমার সহনশীল বাবাকে দেখেছি।
সকাল থেকে সন্ধ্যা তাকে পড়তে দেখেছি
পদোন্নতির পরীক্ষায় দেশে অষ্টম হতে দেখেছি
আমি আমার দৃঢ় সংকল্পী বাবাকে দেখেছি।
পাড়াতে কোন ঝামেলা হলে তাকে ডেকে নিয়ে যেতে দেখেছি
কারুর দরকারে যে কোনো সময় তাকে এগিয়ে আসতে দেখেছি
আমি আমার পথ প্রদর্শক বাবাকে দেখেছি।
খালি সময়ে জীবনের অভিজ্ঞতাকে ছন্দে বাধতে দেখেছি
আমি আমার লেখক বাবাকে দেখেছি।
বাবাকে কখনো পূজো করতে দেখিনি
অথচ রোজ স্নান করে দাদু-দিদার ছবিতে ধূপ জ্বালতে দেখেছি
আমি আমার উপাসক বাবাকেও দেখেছি।
যাবার আগে আমি একটাই কথা বলতে চাই
পরের শতজন্ম তোমায় বাবা রূপেই পেতে চাই। ।


6 comments

  • Apurbo ak kobita ja nijer moner kichu kotha prokash kora nijer baba k nia
    Ar jara banan bhul er jonno bicharok der sondeho korchen tader anurodh apnara banan er opor concentrate na kore moner bhab ta dekhle bujhben eta kano 1st hoiche…Dhonnobad

    Krishnendu
  • শ্রদ্ধেয় ইন্দ্র বাবু,
    যদি বাবাকে নিয়ে লেখা কবিতা বাংলা ও বাংলা ভাষার অপমান বলে আপনার মনে হয়, তাহলে আপনার রুচির পরিবর্তন প্রয়োজন। আর হ্যাঁ কিছু বানান ভুল অবশ্যই আছে, আসলে হাতে কলমে বাংলা লিখে অভ্যস্থ তো মোবাইলে লিখতে একটু অসুবিধা হয়।

    কৌস্তভ মুখোপাধ্যায়
  • খুব সহজ সরল ভাষায় লেখা কবিতা। প্রথম পুরস্কার পাওয়ার মতই।ধন্যবাদ বিচারক দের 🙏

    Triparna
  • এই কবিতা প্রথম পুরস্কার পেল?
    যারা বিচারক তাঁদের শুধু একটাই কথা বলতে চাই "দয়া করে বাঙালি ও বাংলা ভাষাটা কে এতটা অসম্মান না করলেই পারতেন।

    ইন্দ্র
  • এই কবিতা প্রথম পুরস্কার ফেল?
    যারা বিচারক তাঁদের শুধু একটাই কথা বলতে চাই "দয়া করে বাঙালি ও বাংলা ভাষাটা কে এতটা অসম্মান না করলেই পারতেন।

    ইন্দ্র
  • একটা কবিতার মধ্যেই এতো বাংলা বানান ভুল?কি করে প্রথম। বিচারক দের ব্যাপারেও সন্দেহ জাগে।দুন লা ইনে শীর্ষ দেখে ভিরমি ভাবছিলাম,রাখতে,না রাগতে?এরকম আরকি।তবে কন্টেন্ট ভালো। সব বাবা এই রকম। সম্মান দেখানোর জন্য ধন্যবাদ।

    সন্দীপ সেন

Leave a comment