অদম্য আবেগ – Delhi Poetry Slam

অদম্য আবেগ

By Sutrishna Sen

উন্মাদের মতো ছন্দ খুঁজে চলেছে,
জীবন যেন কোথাও অসম্পূর্ণ!
তার মস্তিষ্ক তাই খুব ব্যস্ত,
মনটাও যেন এই নতুন খেলায় মেতেছে!

সবাইকে হাসাতে গিয়ে
নিজের হাসিটাকে কোথাও পিছনে ফেলে দিয়েছে,
এই অবজ্ঞা অসহ্য!
তাই সে হাসি তার কাছে ফেরেনি,
অভিমানী বড়,
তার হাসি তার সাথেই ক্রদ্ধ!
চোখের জলকেও সে জোর করে আটকে রাখে,
ভুল করে বাইরে বেরিয়েছে কি বকুনি খেয়েছে,
তখন তার ওই রাগ দেখে কে!
তার অশ্রুও যেন আতঙ্কিত।
সব আবেগ গুলোকে এভাবে সে দমিয়ে রাখে,
ওরাও বাধ্য হয়ে মালিকের কথায় নাচে।
আর বাঁধন ছিঁড়লে যেন তারা প্রাণে বাঁচে।
ক্ষুব্ধ খুশি, কুণ্ঠিত কান্না, আর যত তানুভূতিগুলো,
সব এই জন্যে তার হৃদয়ের দোর ভেঙে পালিয়েছে।
বদ্ধ বুকে তাদের শ্বাসরোধ হয়ে আসছিল,
অনুমতিতে মালিকের অসম্মতিই পাবে,
তারা জানত;
অবাধ্য বালকের ন্যায় পালিয়ে তাই মূক প্রতিবাদ জানিয়ে গেল-

সে হৃদয় মৃত, যেখানে আবেগ অপ্রকাশিত।


Leave a comment