BY GAUTAM MRIDHA
আমার কলম স্তব্ধ হোল সেদিন থেকে
যেদিন বুঝলাম আমার গুণমুগ্ধ পাঠকেরা আর কেউ কোথাও নেই,
আমি চিত্রকলায় প্রয়াস থামল সেদিন থেকে যেদিন বুঝলাম আমার শ্রমসৃষ্টি ভক্তমনে আর তোলে না ঢেউ,
আমার তারসপ্তকে কণ্ঠ থামল সেদিন থেকে, যেদিন দেখি আমার সুর মজলিসে আর কোন শ্রোতা'ই মজুদ নেই,
আমার চোখ ভেজেনি সেদিন থেকে কোনই যন্ত্রনাতে, যেদিন থেকে অশ্রু মোছার লোকগুলো সব চলে গেছে বিরামহীন ছুটিতে।
আমি নিরব হলাম সেদিন থেকে যেদিন দেখি,
আমার কথা শোনার লোকেরা সব এড়িয়ে চলে নানান অজুহাতে।
উপলব্ধিতে আসে চিরসত্য,
এটা সংকট নয় বাস্তবতা, বাঞ্ছনীয় বটে,
আলো হারায় আধারের বুকে ফুরিয়ে এলে বেলা, এতকাল যে মঞ্চে আমি উপবিষ্ট ছিলাম
এবার তো সে মঞ্চ ছাড়ার পালা,
সময়তো কখনও ছাই-অবশেষকে শেখায়নি,
পুনরায় ধুপে ফেরার শিল্পকলা।