একটি উপত্যকার গল্প – Delhi Poetry Slam

একটি উপত্যকার গল্প

BY ARNAB BHATTACHARYYA

সে সবুজ জড়িয়ে ছিল,
তার শ্যামল শরীরে প্রজাপতি সেজে
পরীরা ছড়িয়ে ছিল।

সে ফুলের গন্ধে ছিল,
তার গাছের শাখায় হলুদ পাখিরা
গানের ছন্দে ছিল।

সে কবির স্বপ্নে ছিল,
তার সবুজ চেহারা,
কবিতায় তাঁর অসীম যত্নে ছিল।

হঠাৎ হয়েছে কি যে,
তার রঙিন গল্প, বৃষ্টির মত
দুঃখে গিয়েছে ভিজে।

তার পাহাড়ের বুকে যত,
ক্রেন টেনে এনে,
সবুজ উপড়ে, করে গেছে কারা ক্ষত।

ওরা সিঁটিয়ে রয়েছে ভয়ে,
কবির স্বপ্ন বিক্রি হয়েছে,
শহরের বিনিময়ে।


Leave a comment