By Amitesh Das
তারপর একদিন দেখা হবে ঠিক
কোনো এক স্মৃতিনদীর ধারে।
আমি তখন অনন্তজীবন…
অভিমানী নদীজলে কখন যে ভাসিয়ে দিয়েছি
জীবনের সব পরাজয়, দাহ, মায়া…
আজ আর কোনো না-ফেরার বিষাদ নেই,
কোনো আড়াল নেই,
নেই কোনো বন্ধন…
আজ আমি যত দূরে যাই
ততই ছড়াই অন্য জীবনের আলো…
Very nice piece of poem.
Striking depth of thoughts!!!
Short yet deep. Brief but profound.
A powerful poem with a great message.
The poem evokes thought, takes one to a different world of feeling. Wonderful!
Insightful and appealing.
Deep feelings of life. Great !