By Rupa Chakrabotty
মনে পড়ে শৈশবের সেইসব দিন,
সোনাঝরা খুশি মাখা আলোয় রঙীন।
মনে মনে সেসব দিনে দি যে পাড়ি,
আমি যে এক চল্লিশ পেরোনো নারী।
কিশোরীবেলার নতুন প্রেমের শিহরিত অনুভূতি,
নতুন কত সে অজানা কথার ফুলঝুরি,
আলুকাবলির ঠোঙা হাতে কত অকারণ হাসাহাসি,
স্কুলখাতা আর শাড়ীর ভাঁজেতে রয়ে যায় সব সহচরী।
কত অকারণ মান অভিমান,
কত সখীদের সাথে,
আজ মনে হয় ফিরে গিয়ে বলি,
চল, হাঁটি একসাথে।
মহাসমারোহে শুভ সে লগনে,
চিরসাথী হয়ে যে এলো জীবনে,
সেই সাথীকেই ফিরে পেতে চাই,
চিরপ্রেমিকের পরম যতনে।
জীবনের এই মাঝনদীতে,
পিছু ফিরে দেখি কত ই কিছু যে,
কত আলোভরা সোনামাখা দিন,
রয়ে গেছে কত পলে।
বাবার কাছেতে আবদারে আর,
মায়ের স্নেহতে মিশে যেতে চাই,
হায়গো সেসব পাইগো কোথা,
ঝরে গেছে কতজনে।
আজ যেটুকু আছে মোর তাই,
আঁকড়ে সেসব পাড়ি দিতে চাই,
জীবনের এই বাকী পথটুকু,
ভালো তো থাকতে হবে।