অন্ধকারাচ্ছন্ন – Delhi Poetry Slam

অন্ধকারাচ্ছন্ন

By Ankur Prasad

অন্ধকারে ভাসমান এক প্রেম, 
আমি সেই রাতের মাঝে কখনো দেখি তোমার ছায়া। 
ক্রুদ্ধ মেঘের মধ্যে ছুটছে প্রেমের বৃষ্টি, 
আমি হারিয়ে যাচ্ছি তোমার অন্ধকারের কাঁধে। 
মৃত্যুর ছায়ায় ভুক্ত এক আত্মা, 
তোমার ভালোবাসার জ্বলন্ত প্রকাশে পৌঁছাচ্ছি 
সীমাহীন রাতে। 
ভাঙ্গা রহস্যে লিপ্ত এক অধীর গান, 
কোনোদিন শুনতে পাবে তোমার হৃদয়ের ভিতরে।


Leave a comment